বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
২০১৫ সালে দর্শকপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ছবির ‘পান জর্দা যেমন’ গানটি। গানটিতে পারফর্ম করেছিলেন চিত্রনায়িকা ববি। এই এক আইটেম গান করে প্রথাগত আইটেম কন্যাদের টেক্কা দিয়েছেন ববি। তার এক গান ইউটিউবে ‘ভিউ’ পেয়েছে ২৫ লাখের বেশি।
আজকাল ইউটিউবকে দর্শকপ্রিয়তার মাপকাঠি হিসেবে অনেকেই বিবেচনা করছেন। ঘরের দর্শকদের আর ফেলনা ভাবার উপায় নেই। তারাই অনলাইনে প্রযোজকদের আয়ের বিকল্প পথ তৈরি করে দিয়েছেন। এই পথেই ‘অ্যাকশন জেসমিন’ থেকে ববির সবচেয়ে বড় প্রাপ্তি ‘পান জর্দা যেমন’।
গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি এবং সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। পিংকি চলচ্চিত্র প্রযোজনায় ছবিটিতে অভিনয় করেছেন সাইমন ও ববি।
গানটি দেখতে চাইলে ‘অ্যাকশন জেসমিন’ ছবির মিউজিক লেবেল টাইগার মিডিয়ার চ্যানেলে যেতে হবে