চট্রগ্রাম.বিজয় বার্তা ২৪
চট্টগ্রামে প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীলকে বেধড়ক পিটিয়েছে মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে এই সময় তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়া হয়। পরে ছবি মুছে কানধর উঠবস করায় উচ্ছৃঙ্খল কর্মীরা।
বুধবার দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে ঘটে এই ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে প্রথম আলোর চট্টগ্রাম অফিস থেকে।
মারধরের শিকার ফটো সাংবাদিক জুয়েল শীল অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের সময় তার ওপর হামলা চালায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের ১০/১২ জন নেতা-কর্মী। বুধবার দুপুরে নগরের প্রবর্তক মোড়ে ছাত্রলীগের মিছিল থেকে এক মোটরসাইকেল আরোহীকে মারধর করা হচ্ছিলো। ঘটনার সময় জুয়েল সেখানে উপস্থিত ছিলেন।
তিনি দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নাবিদ আনজুম তানভিরও সেখানে উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বেই পুরো ঘটনাটি ঘটেছে বলে জুয়েল জানান।
তিনি বলেন, ওরা ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে ছবিগুলো মুছে দেয়। এরপর আটকে রেখে সাত-আটজন মিলে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। গালিগালাজের পর ছবি না তুলতে কান ধরে ওঠবস করায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টায় মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলটি প্রবর্তক মোড়ে আসলে সেখানে জটলা বেধে যায়। এই জটলায় একটি অ্যাম্বুলেন্স আটকা পড়লে ছাত্রলীগ কর্মীরা সেটিকে দ্রুত যাওয়ার রাস্তা করে দেয়।
সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে পেছনে থাকা একটি মোটরসাইকেলও দ্রুত যাওয়ার চেষ্টা করে। ছাত্রলীগ কর্মীরা এতে ক্ষুব্ধ হয়ে ওই মোটরসাইকেল আররোহীকে মারধর করার একপর্যায়ে জুয়েল ছবি তোলেন। এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা ভিপি নাবিদ আনজুম তানভির সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), প্রেস ক্লাব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে জুয়েলের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে দোষীদের শাস্তি দাবি করা হয়েছে।
এ ব্যাপারে সাংবাদিক নেতৃবৃন্দ বুধবার রাত আটটায় প্রেস ক্লাবে বৈঠক ডেকেছেন।