বিজয় বার্তা ২৪ ডেস্ক
মডেলিং সেক্টরে উন্নতির ছোঁয়া ——- বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অন্যান্য সব সেক্টরের পাশাপাশি উন্নতির ছোয়া লেগেছে মডেলিং সেক্টরেও। একসময় যেখানে মানুষ মডেলিংকে ঘৃণা করতো সেখানে আজ মডেলিংকে তারা তাদের ভবিষ্যৎ পথচলার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে। কিন্তু কিছু অসৎ ব্যক্তি কলুষিত করছে এই মাধ্যমটাকে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকার ধানমন্ডি ২৭ এর সামপানে ‘চারুলতা কুটির’ প্রডাকশন হাউসের সহযোগিতায় ‘দ্যা বিগ এ কমিউনিকেশন’ আয়োজিত ফ্যাশন জগতে পেশাদারিত্ব এবং নতুন মডেলদের বতর্মান-ভবিষ্যৎ নিয়ে এক গোল টেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান, রেডিয়্যান্ট ফ্যাশন ডিজাইনিং স্কুলেরর চেয়ারম্যান গুলশান নাসরিন চৌধুরী, সাদাকালোর কর্ণধার আজাদ, রং বাংলাদেশের কর্ণধার সৌমিক দাশ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মোঃ মজিবুর রহমান (মুজিব) ও এশিয়ান টিভির পরিচালক মিজানুর রহমান বাবুল। অনুষ্ঠানে দৈনিক পত্রিকার লাইফস্টাইল এবং ফ্যাশন বিষয়ক সম্পাদক মন্ডলী, ডিজাইনার, ফ্যাশন হাউজ কর্ণধার, কোরিওগ্রাফার ও মডেলগণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এর মিডিয়া পার্টনার ছিলেন এশিয়ান টিভি, ২৬ চ্যানেল, প্রিন্ট পার্টনার সমকাল, রেডিও পার্টনার ৮৮.৪ এফএম বাংলাদেশের প্রতিধ্বনি, মেকআপ পার্টনার পারসোনা। গোল টেবিল বৈঠকের পর এক সাংস্কৃতিক ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।