নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪ ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন।