বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
নানা সামাজিক এবং জনকল্যাণকর কাজের জন্য বিশেষ পরিচিত বলিউড তারকা সালমান খান। সাধারণত তার ‘বিয়িং হিউম্যান’ দাতব্য সংস্থার মাধ্যমেই সেটি করে থাকেন তিনি।
এবার গরীব একজন কাঠমিস্ত্রীর ১৬ বছর বয়সি মেয়ের চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছে তার দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’।
শ্যাম কানাইয়া চৌহান নামের ওই ব্যক্তি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লোয়েসের (এফডাব্লিউআইসিই) একজন সহকারী কাঠমিস্ত্রী। তার ১৬ বছরের মেয়ের হার্টের সার্জারির জন্য অর্থের প্রয়োজন হলে ‘এফডাব্লিউআইসিই’ এর মাধ্যমে সালমানের দাতব্য সংস্থাতে আর্থিক সাহায্যের আবেদন করেন তিনি। এতে সাড়া দিয়ে এগিয়ে আসে সালমান খানের সংস্থাটি।
শ্যাম কানাইয়া চৌহান একজন দিন মজুর। তিনি দিনে ৭৫০ রুপি আয় করেন। তবে যখন কাজ থাকে। চৌহান আরো কয়েকজনের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তবে হিউম্যান বিয়িং সাহায্য করার পরই মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।