নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত ক্যাবল নেটওয়ার্কের কর্মচারি শাহজাহান ৭দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সকালে মারা গেছে।
ঘটনার ৭দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ মঙ্গলবার সকালে সে মৃত্যুবরন করেন।
নিহত শাহজাহান পাগলা এলাকার কনকর্ড ক্যাবল নেটওয়ার্কের কর্মচারী ছিলেন।
কনকর্ড ক্যাবল নেটওয়ার্কের মালিক নাসির হোসেন জানান, গত ৯ ফেব্রুয়ারী ৭/৮জনের একদল সন্ত্রাসী তার পাগলা শাহীবাজার এলাকায় তার ক্যাবল অফিসে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার কর্মচারি শাহজাহানকে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ দিন চিকিৎসার পর আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এদিকে সকালে শাহজাহানের লাশ তার বাড়িতে নিয়ে আসার পর এলাকাবাসি এ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে।
তবে এ হত্যাকান্ডের ব্যাপারে এখন পর্যন্ত ফতুল্লা থানায় কোন মামলা হয়নি। ময়না তদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে।