নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে জোরপুর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক গোলজার হোসেন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাঞ্চন এলাকায় ঘটে এ ঘটনা। গ্রেফতারকৃত গোলজার হোসেন ওই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, রাত ৭টার দিকে কাঞ্চন এলাকার এক স্কুল শিক্ষার্থীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে লম্পট গোলজার হোসেন তার ঘরে জোরপুর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে ধর্ষক গোলজার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।