নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড ও দাউদপুর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার সদর থানার কৃষ্ণকাঠি ফকির রাড়ি এলাকার মৃত আব্দুল জসিমের ছেলে সুমন মিয়া (৩৮) ও দাউদপুর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে সোলায়মান মিয়া (২৫)।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, সুমন মিয়া, সোলায়মান মিয়া দীর্ঘদিন ধরে পাইকারীভাবে মাদক ব্যবসা করে আসছে। সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে ৬৭২ পিছ বিয়ারসহ সুমন মিয়াকে ও দাউদপুর ইউনিয়নের পিতলগঞ্জ থেকে ৩০ পিছ ইয়াবাসহ সোলায়মান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেতাকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।