নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আবারো গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। আজ সোমবার রাত দেড়টায় আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘা নগর ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। নিহত অজ্ঞাত(১৮) ডাকাত সদস্যের পরিচয় সনাক্তা করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসি ও পুলিশের এস আই সেলিম জানিয়েছেন, আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘা নগর ব্রীজের ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করতে আসে। রাত দেড়টায় একটি মটর সাইকেল আরোহীকে অস্ত্রের মুখে আটক করে ডাকাতি করার চেষ্ঠা করে। এসময় আশপাশের প্রতিবেশীরা ঘটনাটি আঁচ করতে পেরে চিৎকার করলে একে একে গ্রামবাসি বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এসময় এক ডাকাত সদস্যকে আটক করে নগপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।