ময়মনসিংহ,বিজয় বার্তা ২৪
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ধরমপুর নামক স্থানে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার ধরমপুর নামক স্থানে অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি ।
প্রত্যক্ষ্যদর্শীরা আরো জানান, বালু ভর্তি ট্রাকটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। অপরদিক থেকে অটোরিকশাটি নেত্রকোনা যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি ধুমড়ে মুচরে গেছে।