নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে যথাযথ ভাবগাম্ভিযের মধ্যদিয়ে পালিত হল হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ সিদ্দিক শাহ্ (র:)এর ৮৬ তম বার্ষিক ওরশ মোবারক। আমলাপাড়া দরগাবাড়ীতে শাহ্ মোহাম্মদ সিদ্দিক শাহ্ (র:) বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে দিনব্যাপী পবিত্র কোরআনখানি বাদ আসর চাদর চড়ানো মিলাদ ও দোয়া মাহফিল এবং সর্বশেষে নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়। রবিবার বাদ আসর আমলাপাড়া এলাকা থেকে হালকায়ে জিকির সহকারে সারিবদ্ধ ভাবে মাথায় করে চাঁদর নিয়ে দরগায় হাজির হন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এরপর রওজায় ফাতেহা পাঠ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ সিদ্দিক শাহ্ (র:)এর রওজাশরীফে চাদর ও গিলাপ চড়ানো হয় । কাচা ফুলেদিয়ে তৈারী তোরণ দিয়ে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় মিলাদ । মিলাদ ও দোয়া মাহফিরে উপস্থিত ছিলেন , মাজারের সভাপতি আ: সালাম , মাজার কমিটির সাধারণ সম্পাদক প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,আওয়ামীলীগনেতা রবিউল হোসেন, মাজারের খাদেম মো:হানিফ , ভক্ত এ কে এম সাঈদ ,মো:খলিল মিয়া ,ফায়সাল ,আনিসুর রহমান রানা, রাশেদ আহাম্মেদ, এলাকার মুরুব্বী সালাউদ্দিন আহাম্মেদ ,মনির হোসেন প্রধান, ও মাজার কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ অসংখ্য ভক্তবৃন্দ।