নারায়ণগঞ্জ.বিজয় বার্তা ২৪
নারাণগঞ্জের রূপগঞ্জে সামছুল হক স্বপন (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সামছুল হক স্বপন ঐ এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধি ছিলেন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, গন্ধর্বপুর এলাকার নিজ ঘরে সামছুল হক স্বপনের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।