স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাজধানীর আফতাব নগরে আজ বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চদশ সমাবর্তনে ভাষণে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্বকালে শিক্ষামন্ত্রী বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যায়নি, একাধিক ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, সরকার তাদের এক বছর সময় বেঁধে দিয়েছে। আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নির্ধারিত সময়ের পর নতুন শিক্ষার্থী ভর্তিবন্ধসহ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উচ্চ শিক্ষার চাহিদা পূরণে সরকার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইনের আধুনিকায়নসহ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষা প্রসারের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, অনেক বিদেশি উচ্চশিক্ষা অর্জনের জন্য এখন বাংলাদেশে ছুটে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট আইন-কানুন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান শিক্ষাদানের মহৎ কাজকে বাণিজ্য হিসেবে বিবেচনা না করে অর্জিত অর্থ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পথ সুগম করতে ব্যয় করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ১৯৭২ সালে দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার, আজ তা ৩১ লাখ। উচ্চ শিক্ষার প্রসারে সরকারের যুগান্তকারী পদক্ষেপের ফলে এ অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দুহাজার ১৯৭ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে সনদ প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে সমাবর্তন শোভাযাত্রায়ও নেতৃত্ব দেন নুরুল ইসলাম নাহিদ।