নারয়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২টায় গোদনাইল দক্ষিণ ধনকুন্ডা এলাকার শামীমের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে । নিহত মনোয়ারা বেগম বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার নয়াদিল গ্রামের মৃত মিছির আলীর মেয়ে এবং একই এলাকার আ:জলিলের স্ত্রী। সে গোদনাইল দক্ষিণ ধনকুন্ডা এলাকার শামীমের বাড়ির ভাড়াটিয়া।
গত শুক্রবার দিবাগত রাতে যে কোন সময় নিজ বসত ঘরের ফ্যানের আংটার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। মনোয়ারা বেগম মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েক বার আত্মহত্যা করা চেষ্টা করেছেন বলে নিহতের স্বজনরা জানায়।
লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানায়, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ৩শ’শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।