নারয়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় চেকপোষ্টে দেহ তল্লাশীকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারী) ভোর রাতে নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি পুলিশ চেকপোষ্ট এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃতরা হলো জালকুড়ি বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে রাকিবুল ইসলাম (১৯) ও মো:সাইফুল ইসলামের ছেলে অন্তর (১৮)। তারা উভয়ে জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জে