নরায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ব্যাটারী চালিত অট্রো রিকসা বন্ধ ও ষড়ন্ত্রকারী ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন অটো রিকসা শ্রমিকরা।
অট্রো রিকসা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের জেলার যুগ্নআহব্বায়ক আজিজুল হকের সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় ফতুল্লা শিবু মার্কেট এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন শ্লোগানসহ ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথ সভা ও নাজিম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহাদাত হোসেন সেন্টু ,তিনি তার বক্তাব্যে বলেন, অবিলম্মে নাজিম উদ্দিনও তার সহযোগী চাঁদা বাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে । তানাহলে পরবর্তীতে বৃহত্তর কর্ম সুচির মাধ্যেমে কঠোর আনন্দলনের ঘোষনা করা হবে।
নাজিম উদ্দিন ও তার সহযোগীরা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করছে। তিনি একজন জনপ্রতিনিধি হয়ে অবৈধ সংগঠন দিয়ে জোর পূর্বক চাঁদা বাজি করছে । এর প্রতিবাদে আমারা নিন্দা জানাই।
তিনি আরো বলেন, আন্দোলনের মাধ্যমে এ সংগঠন সৃষ্টি হয়েছে। আবার এই আন্দোলনের মাধ্যমে নাজিম উদ্দিন ও তার সহযোগীদের প্রতিহত করা হবে। প্রশাসন ও সাংবাদিক ভাইদের বলতে চাই নাজিম উদ্দিনের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে কোন কিছু হলে এর দায়ভার তারই নিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ফতুল্লা থানা শাখার সভাপতি আ: জব্বার, ডাক্তার মনির হোসেন, দেলোয়ার হোসেন, শফি মাতব্বর, হাসান বাবু, দুলাল, রাসেল চৌধুরী, হাবিবসহ আরো অনেকে।