নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সড়ক দূর্ঘটনায় নিহত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত সাবেক এসআই আলেক খানের রুহের মাগফেরাত কামনায় থানার উদ্যোগে কুরআনখানী,দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য গনভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বাদ জুম্মা সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম পাশে আদমজী কবরস্থান জামে মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসায় এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরাফত উল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনায় মরহুম এসআই আলেক খানের রুহের মাগফেরাত কামনায় কোরআনখানী,দোয়া মিলাদ মাফিল শেষে অত্র মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মরহুম এসআই আলেক খান সিদ্ধিরগঞ্জ থানায় প্রায় দুই বছর কর্মরত থেকে ফরিদপুর জেলায় বদলী হয়ে সেখানে কর্মরত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারী ফরিদপুর জেলার বোয়ালিয়া থানায় ডিউটি শেষে বাগেরহাটের গ্রামের বাড়ীতে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
এসময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো:রফিকুল ইসলাম ও সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিনসহ থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।