নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক সাংসদ এ কে এম সামসুজ্জোহার ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোকসভা আজ শনিবার বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে মফিজুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের চাঁনমারীস্থ বাস ভবনে দিনব্যাপী পবিত্র কোরআনখানি,গরীব ভোজ ও বাদ আছর চাঁনমারী বায়তুল হাফেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় চাঁনমারী বাজার সমিতির পক্ষ থেকে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকেল ৩টায় তার পৈত্রিক নিবাস বন্দর থানাধীন মাহমুদনগর ঈদগাহ ময়দানে স্মরণসভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান।
উলেখ্য,আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম (৯১) ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ কণ্যা-২পুত্র,অসংখ্য নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব অগণিত গুণগ্রাহী রেখে গেছেন