ব্রাহ্মণবাড়িয়া,বিজয় বার্তা ২৪
আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মহিষবেড় এবং খড়িয়ালা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।