রাজাপুর,ঝালকাঠি,বিজয় বার্তা ২৪
ঝালকাঠির রাজাপুরের আংগারিয়া গ্রামের আজিজ হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার তার স্ত্রী দেলবানুকে ফিরে পেতে গতকাল বুধবার ঝালকাঠি আদালতে মামলা (নং-১০/১৬) দায়েরের ঘটনা ঘটেছে। দুলাল অভিযোগ করে বলেন, গত ১৯৯৩ ইং সালে উপজেলার ভাতকাঠি গ্রামের মৃতু নাজেম মল্লিকের মেয়ে দেলবানুর সাথে বিবাহ হয়। বিবাহের অনেকদিন পরে দুলাল প্রথমে বরিশালে ও পরে ঢাকায় চাকুরি করে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে দুটি সন্তানসহ ঝামেলা মুক্ত বসবাসের জন্য নতুন বাড়ি নির্মান করে । সেখানে তার স্ত্রী সন্তানদেরকে বরন পোষনের খরচ নিয়মিত দিয়ে আসছিল। মামলা সুত্রে জানা গেছে, গত ৭/৮বছর আগে দেলবানুর ভাই আলম মল্লিককে মালায়েশিয়া যাবার সময় এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করে তিনি। সেই টাকা নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলে আসছিল। ওই টাকার কথা বললেই দেলবানু অস্বাভাবিক তেলে বেগুনে জ্বলে উঠতো । গত এক বছর আগে থেকে তাকে দেলবানু সহ্য করতে পারছিলনা। এমনকি তার স্কুল পড়–য়া ছেলে হানিফের সাথেও ঝগড়া করে প্রায়ই বাবার বাড়ি চলে যেতো। এদিকে দেলবানুর প্রবাসি ভাই আলম মল্লিক দেলবানুকে বাবার বাড়ি স্থায়ীভাবে চলে আসতে বলে এবং দুলালকে দেখে নেয়ার হুমকি দেয়। দুলাল ঢাকা থেকে বাড়ি এলে গত ১লা জানুয়ারি পুর্বের মত তার সাথে কথা কাটাকাটি হয়। পরে দুলাল সমিলে গাছ কাটতে গেলে সেই সুযোগে ঘরে থাকা ৪৮ হাজার পঁচশ’ ৭০টাকা,৪টি স¦র্নের আংটি,১টি চেইন,কানের দুল ১জোড়া,নাকের ফুল ও আংটি,উঠানো অনেকগুলো কাপড়, কালো টর্চ লাইট,হাস-মুরগী,কাঁথা,কম্বলসহ সব মালামাল নিয়ে বাবার বাড়ি চলে যায়। কলেজ পড়–য়া মেয়ে কলি আক্তার শিমুকে এবং ছেলেকে ফুসলিয়ে দেলবানু সাথে নিয়ে যায়। সন্তানসহ স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যার্থ হয়ে দুলাল ঢাকায় চলে যায়। বর্তমানে তাকে ফিরিয়ে আনতে চাইলে দুলালকে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকিসহ প্রান নাশের হুমকি দেয়। তাই দুলাল সুখে শান্তিতে বসবাসের জন্য তার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে আদালতের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।