নারায়ণগঞ্জ,বার্তা ২৪
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেল ক্লাবের সামনে মালবাহী ট্রাক উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়।এ ঘটনায় গাইবান্ধার দেলোয়ার হোসেনের ছেলে রিক্সাচালক ছকু মিয়া (৪০) আহত হয়েছেন।
সরেজমিনে দেখা যায় মালবাহী ট্রাকটি রাস্তায় উল্টে পড়ে যাওয়ার কারনে যানবহন চলাচলা বন্ধ হয়ে গিয়ে প্রায় ৩০ মিনিট শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ট্রাকটি একটি রিকশার উপরে গিয়ে উল্টে পরে। ফলে রিকশাটির অনেকাংশই ভেঙ্গে যায়। ট্রাকটি উল্টে গেলে সকল মালামাল রাস্তায় পড়ে। পরে পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতায় ট্রাক ও বস্তা সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: বদরুল আলম মোল্লা বলেন, নিতাইগঞ্জ থেকে মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো চ ১৬-২২৬১) ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাকের ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল বহন করার কারনে রাইফেল ক্লাবের সামনে আসলে মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এতে একটি রিকশার অনেকাংশ ভেঙ্গে যায় এবং রিকশা চালক গুরুত্বর আহত হয়।