আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
সৌদি আরবের জাজান প্রদেশে শিক্ষা বিভাগের একটি অফিসে ঢুকে এক হামলাকারী গুলি চালানোয় নিহত হয়েছে কমপক্ষে ছয়জন। নিহতরা ওই অফিসে চাকরি করতেন। হামলাকারী নিহতদের সহকর্মী।
ইয়েমেনের সীমান্তসংলগ্ন আদ দাইর এলাকায় বৃহস্পতিবার শিক্ষা অফিসে ঢুকে সহকর্মীদের ওপর বেপরোয়া গুলি চালায় এই হামলাকারী। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।