স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য এ নির্বাচন হবে ৬ ধাপে। প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ।
বৃহস্পতিবারই দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এই তথ্য জানান।
তিনি জানান, প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ।
এরপর দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০ ইউনিয়ন পরিষদে, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১ টিতে, চতুর্থ ধাপে ৭ মে ৭২৮টিতে, পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টিতে এবং ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০ টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ২৭৯টি। সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনও কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়েছিল।
এর আগে ২৮ জানুয়ারি নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ সাংবাদিকদের জানিয়েছিলেন, আসছে মার্চ মাসেই ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপে কয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে, তার তালিকা তৈরির পর তা কমিশনের সভায় অনুমোদন নেয়া হবে।
দেশে এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় প্রতীকে লড়বেন। এ ছাড়া সদস্য (মেম্বার) পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে।