স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে সাবেক সভাপতি এবং পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, যতোদিন পর্যন্ত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীরা গ্রেফতার না হবে একজন সাংবাদিক বেঁচে থাকলেও ততোদিন আন্দোলন চলবে।
বৃহস্পতিবার সাংবাদিক দম্পতি সাগর-রুনীর নিষ্ঠুর হত্যাকান্ডের বিচার দাবিতে ডিআরইউ’র উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন গাজী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনীর ঘাতকদের ইতিহাস ক্ষমা করবে না। এই হত্যাকান্ডের বিচারে সরকার ৪৮ ঘণ্টা সময় নেয়া থেকে শুরু করে ৪৮ মাস পার করা করেছে। কিন্তু ঘাতকদের গ্রেফতার করতে পারেনি। বরং বিভিন্ন ধরণের পরীক্ষা করার নামে সময় ক্ষেপন করেছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডিআরইউ সভাপতি জামালউদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরউি সাবেক সভাপতি মোশতাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, ক্রাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ আকন, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক শেখ মামুন, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক খান, ডিআরইউর সাবেক কার্যনির্বাহী সদস্য কামালউদ্দিন সুমন প্রমুখ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি।