নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আগামীকাল ১৩ ফেব্রুয়ারী শনিবার জাতীয় শিশু কিশোর সংগঠন শেখ রাসেল শিশু সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসনের পিতা মরহুম আব্দুস সোবহানের ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সাংবাদিক আখতার হোসেনের বন্দর থানাধীন ১৭৫/১, উত্তর লক্ষণখোলাস্থ“অমি হাউজ”নিজ বাসভবনে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জোহর কাঙ্গালীভোজ মিলাদ ও দোয়ার মাহফিল। এছাড়াও ভোরে উত্তর লক্ষণখোলাস্থ কবরস্থানে মরহুমের কবর জিয়ারত বিকেল সাড়ে ৩টায় মরহুমের পীর হযরত হাসান খলিল শাহ্ (রঃ) এর দক্ষিণ লক্ষণখোলাস্থ মাজার শরীফে গিলাপ চড়ানো, ফাতেহা পাঠ ও তোবারক বিতরণ করা হবে। দিবসটিতে মরহুম আব্দুস সোবহান এর পীর হযরত হাসান খলিল শাহ্ (রঃ) ৪৩ বাৎসরিক পবিত্র ওরশ মোবারক। এ উপলক্ষ্যে হযরত হাসান খলিল শাহ্ (রঃ) এর ভক্তবৃন্দ মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল,তোবারক বিতরণ ও পালাগান আয়োজন অনুষ্ঠিত হবে এবং লক্ষণ খোলা নুরুল হক শাহ এর বাড়িতে মিলাদ মাহফিল,রান্না করা খাবার বিতরণ ও মুর্শিদী গানের আয়োজন করা হয়েছে।