নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ওসমান পরিবারকে নিয়ে রফিউর রাব্বির সম্প্রতি বক্তব্যেকে ‘মিথ্যা অপপ্রচার’ অভিযোগ করে আবারো হাতে জুতা ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমীর ওসমানের সমর্থকরা।
‘নারায়ণগঞ্জে সচেতন জনগণ’ এর ব্যানারে বুধবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে আজমেরী ওসমান সমর্থকেরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।
এসময় জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক এসএম রাজা হোসেন রাজুর নেতৃত্ব চাষাড়া চত্তরে রফিউর রাব্বির বেশ কয়েকটি কুশপত্তলিকার গলায় জুতো ঝুলিয়ে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। মিছিলটি শহরের সরকারি তোলারাম কলেজের সামনে থেকে বের হয়ে চাষাড়া বিজয় স্তম্ভ, ২নং রেল গেইট এবং মন্ডল পাড়া এলাকা ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ করেন।
এসএম রাজা হোসেন রাজু বলেন, রফিউর রাব্বি প্রতিনিয়তই আজমেরী ওসমানের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আলোচনা সভার মাধ্যমে রাব্বির ব্যাক্তিগত আক্রোস টেনে নিয়ে আনছে জনগণের সামনে। তাই আইন সঠিকভাবে পরিচালনা করে প্রশাসন যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আগামীতে আজমেরী ওসমানের বিরুদ্ধে কোন মিথ্যা অপপ্রচার বা কটুক্তিমূলক কথা বললে নারায়ণগঞ্জবাসী আবারো মাঠে নামতে বাধ্য হবে। জনগণের ক্রোধের সেই আন্দোলনে রফিউর রাব্বি ভেসে যাবে নারায়ণগঞ্জ থেকে।
এসময় উপস্থিত ছিলেন আওলাদ হোসেন বিপ্লব, আবুল বাশার, রিপন ভাওয়াল, নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তারিকুল হাসান লিমন, আজাদ নুর, মঞ্জুর হোসেন, লিয়াকত বেপারি, আবু তাহের, গোলাম মোস্তফা ভান্ডারি, দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, হুমায়ুন রশিদ, মো: সুমন, মোজাম্মেল হক লিটনসহ আরো অনেকে।