নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের বন্ধকৃত আদমজী জুট মিলের অসুস্থ ৯ শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বুধবার সকালে প্রদান করা হয়েছে।সিদ্ধিরগঞ্জপুলস্থ থানা আওয়ামীলীগ কার্যালয়ে এই অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ মজিবুর রহমান,চেক হমÍান্তর করেন শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শেখ আসাদুজ্জামান ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সদস্য মোঃ শাহাবুদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ ইয়াছিন মিয়া, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম,বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক এস, এম মাসুদ রানা,সেলিম মোল্লা, মোঃ বাদল মেম্বার, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্নরোগ ব্যাধিতে আক্রান্ত আদমজী জুটমিলের যে ৯ শ্রমিক অনুদানের চেক পেলেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সুন্দর আলী,বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ, মোঃ আবুল কাশেম, মোঃ আয়াত আলী, আব্দুর রব, আবু তাহের, করিম শিকদার, নূরুল আমিন, ও মোঃ হারুন অর রশিদ তাদের কে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্তী ও সচিবদেও প্রতি আনÍরীক অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতার্কমী ।