বিজয় বার্তা ২৪ ডট কম
‘আমার রক্তে বাঁচুক জীবন, হেসে উঠুক লক্ষ প্রাণ’ শ্লোগানকে সামনে রেখে বন্দরের মদনপুর ইউনিয়নের অন্তর্গত কেওঢালা বেবী স্ট্যান্ডে গতকাল সকাল ১০ ঘটিকায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য সমগ্র দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত কর্মসূচিতে সমাজসেবক মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম কেঁক কেটে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম জুয়েল, গ্রীণ কেয়ার কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাবিবুর রহমার হাবিব, ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার ইমন শাফি ঈমান, জুয়েল ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এম এ সালাম বলেন ‘আমাদের প্রত্যেককে স্বেচ্ছায় রক্ত দিতে হবে। কারণ আমাদের শরীরের রক্ত তিন মাস পর পর নষ্ঠ হয়ে যায়। তাই আপনাদের ভয়ের কোন কারণ নেই। আপনার দেয়া রক্ত অন্য মানুষের প্রাণ বাঁচাবে। তাই আমাদের রক্ত দেয়ার বিষয়ে আরও সচেতন হতে হবে এবং যারা এই মহতি আয়োজন করেছেন তাদের বিশেষ ধন্যবাদ দিতে চাই’। ‘আলোর হাঁসি’ নামক একটি স্বেচ্ছাসেবক সংগঠনের সার্বিক সহযোগিতায় ও কেওঢালা যুব সমাজের পক্ষে সভাপতি মেঘ, সহ-সভাপতি এস এইচ অর্নব, সা. সম্পাদক মিরাজ হোসেনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হলো বলে জানা গেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন, তাইজুল ইসলাম, শাহিন, মাইনুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।