বিজয় বার্তা ২৪ ডট কম
একদিনে চারটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। বুধবার (০২ নভেম্বর) রূপগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার থানার নাশকতার ৪ মামলায় হাজিরা দেয়ার জন্য আদালতে আসেন এটিএম কামাল। সকাল থেকে দুপুর পর্যন্ত এটিএম কামাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা দায়রা জজ আদালতে এই চারটি মামলার হাজিরা দেন।
এসময় বিভিন্ন মামলায় নেতৃবৃন্দদের মধ্যে আরও হাজিরা দেন মহানগর বিএনপি নেতা আব্দুল হাই রাজু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন লেকু, মহানগর ছাত্র দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ বিএনপিতে সর্বোচ্চ মামলা হওয়া এটিএম কামালের বিরুদ্ধে জেলার ৭টি থানার সবগুলোতেই মামলা রয়েছে। দলের হরতাল ও অবরোধ সমর্থনে কর্মসূচি পালন করতে গিয়ে অসংখ্য বার রাজপথে নির্যাতিত ও গ্রেফতার হন তিনি। এটিএম কামাল গত বছেেরর ২৭ আগষ্ট দীর্ঘ আট মাস সাত দিন কারাভোগের পর জেলা কারাগার থেকে মুক্তি পান।