বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে শহরের তিন নং মাছ ঘাটে মৎস্য ব্যবসায়ীদের সাথে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত মেজিষ্ট্রেট মো. সরোয়ার হোসেন আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মুহাম্মদ ফারুক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মমিনুল হক , নৌ পুলিশ এ এস আই মো. রিয়াজুল ইসলাম, তিন নং মাছ ঘাট আড়ৎদার সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আহমদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জে ফর্মালিন মুক্ত মাছ বিক্রি করতে হবে। নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ যার কাছে পাওয়া যাবে তাকেই আসামী করে কারান্ড দেওয় হবে । মা ইলিশ সংরক্ষণ মৌসুমে ধরা যেমন নিষিদ্ধ তেমনি তা বিক্রি করাও নিষিদ্ধ। আর এই মৌসুমে নিষিদ্ধ ইলিশ মাছ যার কাছে পাওয়া যাবে সেই আসামী। তাকে জেল ও জরিমানা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ইলিশ মাছ এদেশের সম্পদ তাই এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছ হলো ইলিশ তা শুধুই বাংলাদেশে পাওয়া যায়। বিশ্বের অন্য কোন দেশে এই মাছ পাওয়া যায় না। তাই এই মাছ সারা বছরই যাতে করে আমরা কমবেশি পাই তার জন্য বিভিন্ন মৌসুমে সরকারি ভাবে মাছ ধরা নিষিদ্ধ করে থাকে।
তিনি মৎস্য ব্যবসায়ীদের বলেন, বাজারে কেউ নিষিদ্ধ ঝাটকা মাছ বিক্রি করবেন না । যদি কেউ এই মাছ বিক্রি করে তাহলে মাফ করা হবে না।