বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, জীবনকে গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করতে হবে। আর এই স্বপ্ন ছোট কাল থেকে দেখতে হবে। তুমি বড় হয়ে কী হবে তা এখন থেকে তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে । কারন কেউ কাউকে স্বপ্ন দেখায় না যার যার স্বপ্ন তাকেই দেখতে হয়।
বুধবার বিকাল ৩টায় ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে সরকারী তোলারাম কলেজের আয়োজনে ঢাকা শিক্ষা বোর্ড আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা ২০১৬-২০১৭ পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মধুমিতা চক্রবর্তী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার তাসনীম জেবিন বিনতে শেখ , সরকারি মহিলা কলেজের প্রফেসর মো. আবদুল ওহাব চৌধুরী, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল খালেক মোল্লা, সরকারি তোলারাম কলেজের শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমূখ।
তিনি আরো বলেন, সবাই যদি বড় হয়ে যায় তাহলে কর্মী হবে কে । মালিক শ্রমিক কখনো চায় না শ্রমিক বড় হয়ে যাক। শ্রমিক বড় হয়ে গেলে মালিক শ্রমিক পাবে না। উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো ছোট ছোট দেশ গুলোকে বড় হতে সাহায্য করে না। তাই তোমরা তোমাদের স্বপ্ন নিয়ে কাজ করতে হবে তাহলে জীবনকে সুন্দর ভাবে গড়তে পারবে।
তিনি আরও বলেন, নেতার পিছনে শ্লোগান দিয়ে জীবনে পিছনেই থাকবে কখনো নেতা হতে পারবে না। ছাত্র জীবনে যদি লেখাপড়ার পাশাপাশি অন্য পেশায় নিয়োজিত থাকো তা হলে জীবনে বড় হতে পারবে না। তাই তোমাদের লেখাপড়ায় অধিক মনযোগী হতে হবে।
আলোচনা শেষে জেলা প্রশাসক রাব্বী মিয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।