বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এফ. এম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও সোনারগাঁ থানা বিএনপি নেতা আজিজুল হক আজিজ।
গত ২৯ অক্টোবর শনিবার সকালে আড়াইহাজারে তার নিজ বাড়িতে এফ এম ইকবাল ব্রেন স্ট্রোক করেন। পরে তাঁকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১০ তলার ১০১ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। বর্তমানে লাইফ সার্পোটে রয়েছেন। তার অবস্থা খুবই আশাংকাজনক।
এফ এম ইকবাল ১৯৯০ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে বিএনপির রাজনীতি শুরু করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় যুবদলের সদস্য ছিলেন। আড়াইহাজার থানা ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ন পদে দায়িদ্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
আজিজুল হক আজিজ বলেন, এফ এম ইকবাল একজন জিয়ার আদর্শের সৈনিক। তিনি বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। তার মত নেতা বিএনপিতে প্রয়োজন। তাই তার সুস্থ্যতা কমনায় বিএনপির নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করছি।