বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিশেষ ট্রাইবুনাল মামলার পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার পূর্ব কেওঢালা এলাকার জামাল মিয়ার ছেলে বিশেষ ট্রাইবুনাল বন্দর থানার ৯(১)১৬ নং মামলার পলাতক আসামী মহাসিন আলী (৩৫) ও একই থানার বন্দর আমিন আবাসিক এলাকার মৃত মানিক মিয়ার মাদক সেবী ছেলে শামীম (২২) ও একই থানার সালেহনগর এলাকার কাউছার শেখ মিয়ার ছেলে অপর মাদক সেবী সজল (২০)। ধৃত ৩ জনের মধ্যে মহাসিন আলীকে উক্ত ওয়ারেন্টে ও অপরধৃত ২ মাদক সেবীকে পুলিশ আইনের ৩৪ ধারায় গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।