বিজয় বার্তা ২৪ ডট কম
৩০ বছরের ঐতিয্যবাহী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার জেলা বার ভবনে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের তারিখ দার্য করা হয়। এসময় আইনজীবীদের সবার সম্মতি কর্মে সিনিয়র আইনজীবী আবদুর সালামকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে সভায় বার্ষিক রিপোর্ট ও বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, আব্দুর রশিদ ভূইয়া, আবদুল বারী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আনোয়ার প্রধান, সিনিয়র আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম, এড. শওকত আলী, শাহজাহান ভূইয়া, এড. আসাদুজ্জামান, এড. রমজান আলী, এড. কামরুল, এড. সেলিনা, এড. আলী আকবর সহ জজশিপের বিচারক বৃন্দ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যগন।
এসময় সভাপতির বক্তব্যে এড. আনিছুর রহমান দিপু বলেন, জুয়েল আগামী বার এসোসিয়েশন এর নির্বাচন করুক বা না করুক বার এসোসিয়েশন এর যত উন্নয়ন হয়েছে সকল কৃতজ্ঞ তারেই। তাকে সবাই স্মরন করতে হবে। আমি সভাপতি হলেও জুয়েল পিছন থেকে আমাকে সবসময় সহযোগীতা করেছে। জুয়েল সহযোগিতা না করলে এতো কিছু করা সম্ভব হতো না। আমি কিছু বলার আগেই সে সমিতির সদস্যদের সাথে নিয়ে উন্নয়ন কাজ করে গেছেন। এই বারের উন্নয়নের জন্য সরকারের এমপি ও মন্ত্রী সবার কাছে বিনা স্বার্থে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, চ্যালেঞ্জ করে বলতে পারি আমি ও আমার কমিটির কেউ দুর্নীতির সাথে জড়িত না। যদি কেউ আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে আমি বার এ্যাসোসিয়েশন থেকে আজীবনের জন্য চলে যাবো। কারা দুর্নীতি করে তা সবাই জানে। আমরা কখনো দুর্নীতিকে প্রশয় দেই না। দুর্নীতির বিরুদ্ধে কিছুই করতে পারি নাই। কিন্তু নিজেদেরকে সবসময় দুর্নীতি মুক্ত রেখেছি।
হাসান ফেরদৌস জুয়েল বলেন, সমালোচনাই আগামী দিনের পথ চলার স্বপ্ন দেখায়। এই বার এ্যাসোসিয়েশন এর উন্নয়ন করার ক্ষেত্রে আমি সব সময়ই বিজ্ঞ আইনজীবীদের সাহায্য ও পরামর্শ নিতাম। তারাও আমাকে সাহায্য ও সহযোগিতা করেছে । নিজের সার্থের জন্য কখনো কিছু করিনি। আমি আইনজীবীদের স্বার্থে সব কিছু করেছি। আইনজীবী সমিতির সভাপতি ও সদস্যদের নিয়ন্ত্রনে আমি যতটুকু সম্ভব বার এ্যাসোসিয়েশন এর উন্নয়নের জন্য কাজ করেছি।
জজ কোর্ট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এই দুই কোর্ট একত্রে রাখতে নারায়ণগঞ্জ – ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে নতুন বার ভবন নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়। তাই নতুন ভবন নির্মানের জন্য সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলীকে আহ্বায়ক এবং হাসান ফেরদৌস জুয়েলকে সদস্য সচিব ও এড খোকন সাহাকে প্রধান সমন্বয়কারী করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।