বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ব ব্যাংক আয়োজিত ৫দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহন করতে জাপানে গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী।
৩০ অক্টোবর শনিবার রাতে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মেয়র আইভী জাপানের উদ্দেশ্যে রওনা দেন।
মেয়র আইভীর সাথে জাপানের সফর সঙ্গী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টাউন প্ল্যানার মঈনুল ইসলাম ও প্রধান সমাজকল্যাণ ও বস্তী উন্নয়ন কর্মকর্তা কে. এম ফরিদুল মিরাজ যাচ্ছেন। জাপানের টোকিওতে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ টেকনিক্যাল রিপডাইন অন কমপ্যাক্ট সিটিস’ এবং টয়োমা সিটিতে ‘দ্যা রেসিলাইয়েন্ট সিটিস হান্ড্রেট সামিট’ শীর্ষক সেমিনারে মেয়র আইভী অংশ নিবেন বলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সূত্রে জানা যায়।