বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আজহার তৌফিক এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ২৮ অক্টোবার সন্ধ্যা ৬টায় সোনাকান্দা চৌধুরী পাড়া মোঃ সিরাজ মুন্সির নিজ বাড়ীর আঙ্গিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নাসিক নির্বাচন সমন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন এবার সময় এসেছে প্রার্থী নির্বাচনের। আমরা আর ভূল করতে চাই না। সোনাকান্দা এলাকা থেকে কিছুতেই যাতে প্রতিনিধিত্ব হাড়িয়ে না যায় সেদিকে সজাগ থাকতে হবে। আমরা শিক্ষিত সমাজপতি চাই। জনপ্রতিনিধি যদি শিক্ষিত হয় তাহলে সমাজও শিক্ষিত রুপে গড়ে উঠবে। আলী আজহার তৌফিক একজন ইঞ্জিনিয়ার। আমরা দলমত নির্বিশেষে তাকে নির্বাচন করেছি। উঠান বৈঠকে মোঃ শহিদ মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ সানোয়ার হোসেন,এমএ মজিদ,মুল্লুক চান,শেখ ফরিদ,মোঃ আনসার মিয়া,মোঃ জালাল মিয়া,নারায়নগঞ্জ চেম্বারস্ অফ কমার্সের অন্যতম সদস্য আলী আজহার তারেক,মোঃ আশরাফ মিয়া,মোঃ মাসুদ মিয়া,মোঃ জনি,মোঃ রকি,ফরিদা বেগম,মোঃ রফিক প্রমুখ।