নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মফিজুল ইসলাম(৩৮)নামে এক কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করে হাত-পা থেতলে দিয়েছে সন্ত্রাসী আমির ওরফে ডিস আমিরসহ তাদের সহযোগীরা। সোমবার সন্ধায় থানার মদনপুর ফুলহর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত মফিজুল ইসলামকে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক সূত্র জানায়,বন্দরের মদনপুরস্থ ফুলহর এলাকার সিদ্দিক মিয়ার পুত্র নিরীহ কৃষক মফিজুল ইসলাম সোমবার বাদ আছর স্থানীয় জামে মসজিদে নামাজ আদায় করতে যায়। সেখান থেকে ফেরার পথে একই এলাকার মৃত শরাফত মেম্বারের বখাটে ছেলে আমির ওরফে ডিস আমির এবং তার সহযোগী সফিক,নজরুল,রানা ও নূরুল ইসলামসহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তার পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মফিজুলকে পার্শ্ববর্তী এএইচবি ব্রিকফিল্ডে নিয়ে ইট দিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান থেতলে রক্তাক্ত জখম করে। আহতের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ে। পরে উপস্থিত স্থানীয়রা মফিজুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।