বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষে শামীম ওসমানের জনসভায় বিশাল মিছিল নিয়ে ইতিহাস গড়লো নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ। জনসভার শেষ মিছিলে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ন করলো তারা। যা অতিতের সকল মিছিলকে তাক লাগিয়ে দিয়েছে।
এসময় জনসভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, থানা , ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সবস্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মিছিলে বৃহত্তর জমায়েত করে শ্লোগানে শ্লোগানে সমাবেশ স্থলকে মুখরিত করে তুলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের নেতৃত্বে মিছিল উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, এড. আলী আকবর, মাহবুবুর রহমান বাবু, আরীফ হোসেন, মো. রাজু, , যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু পরশ আহমেদ সানি, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, গন্ত্রগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি, দপ্তর সম্পাদক নাজিম মৃধা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক সজীব রায় অভি, সদর থানা ছাতলীগ নেতা মনির, ফাহাদ, সৌরভ, রাজু, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল, নেতা হাসান, সোনারগাঁ পৌড় ছাত্রলীগ নেতা রবিন, সাজু, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মো. ফাহিম, খুশবো, নাদের, রিফাত, টিপু, নাহিদ, মুরাদ, ইমরান, হাসিব, পায়েল, মামুন, ইয়াসিন, বন্দন থানা ছাত্রলীগ নেতা মাইনু, আলী নুর, সিয়াপ, শুভ, মিজান, শান্ত, জয়, নয়ন, আরিফ, শেখ সুমন, অপু, আলমগীর, পারভেজ, মুরসালিন, মুন্না, ফয়সাল, রূপগঞ্জ ছাত্রলীগ নেতা খোকন, আদনান, খোকন, জুম্মান সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাইফুল, সনেট, রিন্টু, আইন কলেজের বাবু, সুমন,আকাশ, আলামিন, সহ আরো অনেকে।