বিজয় বার্তা ২৪ ডট কম
গোপন সংবাদের ভিত্তিতে ১১ বোতল বিষাক্ত ক্যামিকেল যুক্ত বিদেশী মদ সহ আরজু (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়ান্দা পুলিশ(ডিবি)।
বৃহষ্পতিবার রাত সাড়ে ৮ টায় ডিবির এসআই সেলিম ও এসআই নজরুলের নেতৃত্বে অভিযানে নারায়ণগঞ্জের খানপুর ডনচেম্বার এলাকার আব্দুল কাদের ভাড়া বাসা থেকে আরজুকে আটক করা হয়।
আটককৃত মো. আরজু (২২) নীলফামারি জেলার মাচুয়া গ্রামের মো. আলমগীরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলার খানপুর ডনচেম্বার এলাকার আব্দুল কাদেরের ভাড়াটিয়া।
এব্যাপারে ডিবির এসআই সেলিম মিয়া ও মো. নজরুল জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরজু অনেক দিন ধরে বিষাক্ত ক্যামিকেল যুক্ত বিদেশী মদ তৈরি করে আসছে। বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করি। এসময় তার কাছ থেকে ১১ বোতল মদ ও মদ তৈরির সরঞ্জাম পাই। এ বিষয়ে মাদক আইনে মামলার প্রস্তুতি চলেছ।
.