বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করা (স্বামী পরিত্যাক্তা) নারী দুলালী বেগম (২৫) অবশেষে মারা গেছে। দীর্ঘ ১০দিন মুমূর্ষ অবস্থায় থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। সূত্র মতে, বন্দর থানার নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত বাছেদ মিয়ার মেয়ে স্বামী পরিত্যাক্তা নারী দুলালীর সাথে বন্দর তিনগাঁও সুতারপাড় ভদ্রাসন এলাকার হাসান আলী মিয়ার ছেলে নূর ইসলাম দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দুলালী প্রায় সময় প্রেমিক নূর ইসলামের বাড়ীতে যাতায়াত করত। ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্রেমিক নূর ইসলাম প্রেমিকা দুলালীকে কথা আছে বলে রওশানবাগ এলাকা থেকে ডেকে নিয়ে যায়। পরে প্রেমিক নূর ইসলামের বোন সেলিনা,হেলেনা,ছেলে আল আমিন,মা মাফিয়া বেগম তাকে বেদম পিটিয়ে গুরুতর জখম করে। এরপর মৃত্যু নিশ্চিত ভেবে কুশিয়ারায় চন্ডিতলা বিলে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহাতায় দুলালীকে উদ্ধার করে প্রথমে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে কিছু দিন চিকিৎসার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে নারায়ণগঞ্জ ৩ শয্যা হাসপাতালে পরে কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন চিকিৎসার পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে সে মারা যায়। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ হাসপাতালে গিয়ে শাহবাগ থানা পুলিশের সহায়তায় লাশের সুরত হাল ও ময়না তদন্ত করায়। দুলালী নিহত হওয়ার সংবাদ পেয়ে আসামীরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাইতাখালি এলাকার মৃত সিদ্দিকুর রহমান মিয়ার ছেলে আক্তার হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যপারে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, লাশের ময়না তদন্ত হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।