বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বার কে ডিজিটাল বার ঘোষণা করেছেন জেলা সিনিয়র জজ সৈয়দ এনায়েত হোসেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে নারায়ণগঞ্জ বার কে ডিজিটাল বার ঘোষণা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, ডাইরেক্টরীর মোড়ক উন্মোচন, জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী সন্তান এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র জজ সৈয়দ এনায়েত হোসেন, বিশেষ অতিথি বিকেএমই এর প্রথম সহ সভাপতি মো. হাতেম আলি, চীফ জুডিশিয়াল মেডিষ্ট্রেট শহিদুল হক, অতিরিক্ত জেলা দায়রা জজ কামরুন নাহার, পাবলিক প্রকিউটর ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আমিনুল হক, এড. আবদুর রশিদ ভূঁইয়া, এড. আবদুল বারী ভূঁইয়া, এড. সাখাওয়াত হোসেন খান, এড. আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর কাদের, এড. জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এনায়েত হোসেন বলেন, বাংলাদেশ একটি ডিজিটাল দেশ। আজ থেকে নারায়ণগঞ্জ বারও ডিজিটাল বার। আইনজীবীদের আশা পূরণ হয়েছে। এখন থেকে আইনজীবীরা ইন্টারনেটের মাধ্যমে সব কিছু জানতে পারবে। নারায়ণগঞ্জ বার কে ডিজিটাল বার উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সভাপতির বক্তব্যে এড. আনিছুর রহমান দিপু বলেন, উন্নয়নের মহা সড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এখন নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনকে ডিজিটাল বার ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার ইচ্ছা ছিল নারায়ণগঞ্জ বারের সামনে একটি সুপ্রীম কোর্টের মত মূরাল তৈরী করবো। আমি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েলকে ধন্যবাদ জানাই, তিনি তার সহকর্মীদের নিয়ে বারের সামনে আইনজীবী সমিতির মূরাল তৈরী করতে যথেষ্ট ভূমিকা রেখেছেন। বর্তমানে আইনজীবী সমিতির সদস্যের সংখ্যা ১২৫৭ জন। এখানে আইনজীবী সমিতির অন্তর্ভূক্ত সকলের নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া আছে। যে কোন সময়ে ইন্টারনেটের মাধ্যমে আইনজীবীদের সকল তথ্য সহজে পেতে সাহায্য করবে। ।
এ সময়ে সৈয়দ এনায়েত হোসেন নারায়ণগঞ্জ বারকে ডিজিটাল বার ঘোষণা ও ডাইরেক্টরীর মোড়ক উন্মোচন করেন। পরে জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবীদের এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ডিজিটাল লাইব্রেরির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।