বিজয় বার্তা ২৪ ডট কম
টানবাজারে কিশোর চন্দ্র দে এর খালি বাড়ি থেকে চুরি করার সময় নিপু (৩০) নামে দুর্ধর্ষ চোর জনতার হাতে ধরা পড়েছে। এসময় তার কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পরে তাকে জনগন সদর মডেল থানায় প্রেরন করেন।
বুধবার রাত ৮ টায় নারায়ণগঞ্জের টানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নিপু দে (৩০) ঢাকার মহাখালি শাহিনবাগ (সিভিল এভিয়েশন কোয়ার্টার) এলাকার নরেন দে এর ছেলে।
সদর থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টায় শহরের টানবাজার এলাকার কিশোর চন্দ্র দে এর ভাড়া বাসার ছয় তলায় তাৎক্ষনিক উঠে ৪/৫ জন মিলে বাসায় কেউ না থাকার সুযোগে চুরি করার জন্য দরজা ভাঙ্গে। এসময় আশেপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে ধরে। পরে জনগনের ধাওয়ায় নিপুর সাথে থাকা বাকি চুর সদস্যরা পালাতে সক্ষম হয়। এসময় তার সাথে একটি লোহার তৈরি অস্ত্র ও প্রাইভেট কার উদ্ধার করা হয়। পরে জনগন তাকে সদর মডেল থানায় প্রেরন করেন। এ বিষয়ে সদর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় তারা।