বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় ট্রাক- লেগুনা-কাভার্ড ভ্যানের ত্রিমূখী সংঘর্ষে নাদিম মিয়া নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লেগুনায় থাকা আরো দুইজন যাত্রী। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নাদিম মিয়া উপজেলার বিশ্বরোড খালপাড় এলাকার ইমান আলীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, সকাল ৯টার দিকে যাত্রামুড়া এলাকার উভয় পাশ থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক এসে একটি যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। অপর দিক থেকে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক নাদিম মিয়া নিহত হন। এসময় আহত হয় লেগুনার আরো দুই যাত্রী। আহতদের মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড কারখানার ভেতর থেকে সালাউদ্দিন নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ওই ট্রাক চালকের লাশটি উদ্ধার করা হয়। সালাউদ্দিন নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার জাদবপুর এলাকার নুরুল হকের ছেলে।