বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে থানার নবীগঞ্জ পূর্বপাড়াস্থ অলি আহাম্মদ মিয়ার বাড়ীর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী নাজির (২৫) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী কাজল (২৮)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ২ মাদক ব্যবসায়ীকে উক্ত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।