বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত আকাইবা টিম্বার ইন্ডাষ্ট্রিজের বিরুদ্ধে নানামুখী অভিযোগ উঠেছে। ফরেন ফার্নিচার ব্যবসার নাম করে অখ্যাত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে অনিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাচ্ছে। শ্রম আইনে যে কোন প্রতিষ্ঠানে ৮ ঘন্টা ডিউটির বাধ্য বাধকতা থাকলেও প্রতিষ্ঠানটিতে তার কিছুই মানা হচ্ছেনা। ১৩ঘন্টা ডিউটি করানো হয় কোন প্রকার ওভারটাইম ছাড়া। ১৮ বছরের নিচে অসংখ্য শ্রমিক কাজ করে থাকে নিয়মিত। পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। প্রতিনিয়তই ডুপ্লিকেট চালানে মালামাল ডেলিভারী দিয়ে সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দেয় হয়। প্রতিষ্ঠানটির আদৌ কোন বৈধ লাইসেন্স আছে কিনা সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। সর্বোপরি এটির প্রধাণ ফটকের গেইটটি সরকারি জায়গার উপর নির্মাণ করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের কর্তা ব্যাক্তিদের জানা থাকলেও রহস্যজনক কারণে তারা নিরব ভূমিকা পালণ করছে।