স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতির অভিযোগে আওয়ামী লীগ এমপি এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও আইসিটি আইনে (৫৭ ধারা) দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলা দু’টি দায়ের করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন।
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের হওয়া মামলার বাদি হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন।
৫৭ ধারার মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের হওয়া মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।
রাষ্ট্রদ্রোহ মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রনি কুমার দে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতির অপরাধে এম এ লতিফের বিরুদ্ধে ১২৪/এ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।
এর আগে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অপরাধে লতিফের বিরুদ্ধে আরো দু’টি মামলা দায়ের হয়েছে।