স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
পানি শাসন বা নিয়ন্ত্রণ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। পানি শাসনের প্রতিবন্ধকতা কিংবা ঘাটতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বাঁধাগ্রস্ত করবে। সম্প্রতি জীব বৈচিত্র্য সংরক্ষণ সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড (ডব্লিউ ডব্লিউ এফ) এবং সুইডিশ পোশাক কোম্পানি এইচ এন্ড এম এর অনুসন্ধান প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশের জাতীয় যে উচ্চাকাঙ্খা যেমন- জীবনা যাত্রার মান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও পোশাক রপ্তানি এর সাথে পানি শাসন ব্যাবস্থার উন্নয়নের একটা যোগসূত্র রয়েছে।
ডব্লিউ ডব্লিউ এফ পানি ব্যস্থাপনা নিয়ে সুইডিশ পোশাক কোম্পানি এইচ এন্ড এম এর সাথে যৌথভাবে পানির ব্যবহার ও তার প্রভাব নিয়ে বাংলাদেশ ও চীনে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী, সরকারি ও বসেরকারি সংস্থার বিশেষজ্ঞদের সাক্ষাতকার নেওয়ার সময় তার পানি শাসন ব্যবস্থাকে আরো সংহত করার দাবি জানান। প্রতিবেদনে বলা হয়, পানি শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে না আনা গেলে আগামী ২০৩০ সালের মধ্যেই তার ক্ষতিকর অর্থনৈতিক প্রভাব বাংলাদেশে পড়বে।
প্রতিবেদনে পানি ব্যবস্থপনায় কার্যকর পদক্ষেপ নিলে স্বাস্থ্য চিকিৎসার ব্যায় কমবে বলে উল্লেখ করা হয়। পানির সংকট হলে উৎপাদনে তার প্রভাব পড়বে। কারখানায় পানির অপচয় রোধ ও কৃষিতে সেচে ব্যায় কমানোর পরামর্শও প্রতিবেদনে দেওয়া হয়।