স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনা থেকে প্রত্যাহার করা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর সই করা চিঠিতে তাকে মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করার বিষয় জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আল-বদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।
মঙ্গলবার ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জেয়াদ আল মালুম রাইজিংবিডিকে মোহাম্মদ আলীকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগেও প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে সাভারে জমিদখলসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। এছাড়া ২০১৪ সালে প্রসিকিউটর তুরিন আফরোজের সঙ্গে মোহাম্মদ আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছিল।
সে সময় মোহাম্মদ আলীর বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর বরাবর আবেদন জানান তুরিন আফরোজ। অপরদিকে ড. তুরিন আফরোজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে আবেদন জানান প্রসিকিউটর মোহাম্মদ আলীও।
ড. তুরিন ও মোহাম্মদ আলী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছিলেন। বিষয়টি শেষ পর্য্ন্ত আইনমন্ত্রী পর্য্ন্ত গড়ায়।
এর আগে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার দ্বায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর ছিলেন।