বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিতে জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত শহীদ বাদলকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিটাগাং রোডের ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রবীন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুল্লাহ হবুল।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দন বার্তায় হাবিবুল্লাহ হবুল জানান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাদের হাতে জেলা আওয়ামীলীগের দায়িত্ব দিয়েছেন তারা সকলেই পরিক্ষিত। তারাই জেলার সকল নেতাকর্মীদের নিয়ে হারানো আওয়ামীলীগের গৌরব ফিরিয়ে আনতে পারবে।
তিনি আরো বলেন, নব নির্বাচিত নেতৃবৃন্ধের গতিশীল নেতৃত্ব জেলা আওয়ামীলীগকে আরো বিকশিত করবে এবং দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
সেই সাথে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্ধরা তৃনমূল নেতাকর্মীদের মতামত নিয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে নতুন কমিটি গঠন করার ক্ষেত্রে আরো গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করবেন বলে তিনি আশা পোষন করেন আওয়ামী লীগের প্রবীন এই নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ হবুল।