বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষার সার্টিফিকেট বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তৈয়ব প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ন ছাত্র/ছাত্রীদের কাছ থেকে সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে এক থেকে দেড়’শ টাকা আদায় পূর্বক সার্টিফিকেট প্রদান করছে বলে এমনই অভিযোগ জানিয়েছে ঐ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এহেন অনিয়মের কারনে এলাকার অভিভাবকদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।
সরেজনিনে জানা যায়, মিজমিজি বাতানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ন ও সার্টিফিকেট প্রত্যাশী মিজমিজি পাগলাবাড়ী এলাকার আমির হোসেনের ছেলে সাইদুর রহমান এবং মো: নাসিরের ছেলে সুমনসহ কয়েকজন ছাত্র/ছাত্রী অভিযোগ করে বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে সার্টিফিকেট বাবদ এক থেকে দেড়’শ টাকা করে আদায় করছে। যারা টাকা দিতে না পারছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছেনা। তাই নিরুপায় হয়ে আমরা টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হচ্ছে।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ন ছাত্র/ছাত্রীদেরকে সার্টিফিকেট প্রদানে অর্থ আদায় সম্পর্কে বিদ্যায়লয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তৈয়বের ব্যবহৃত মোবাইলে ফোন করে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বিষয়টি পাশ কাটিয়ে অফিসে আসলে জানানো যাবে বলে সংযোগটি বিচ্ছিন করে দেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে তার সংযোগটি বন্ধ পাওয়া গেছে।